১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যে পরিকল্পনায় সফল মোসাদ্দেক

  • রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৭০ টািইম ভিউ

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টেবিলের সেরা দল আবাহনী। সবশেষ আজ রোববার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে হান্নান সরকারের শিষ্যরা। যেখানে দলের জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রতিপক্ষের ৪ উইকেট একাই তুলে নিয়েছেন এই অলারাউন্ডার।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, ‘একটা পরিকল্পনাই শুধু থাকে… বিশেষ করে আমি যখন শুরু থেকেই বোলিং করি ওই সময় থেকেই একটা পরিকল্পনা থাকতো সবসময় ডট বল করা।’

‘যে পরিস্থিতিটা থাকে ওই সময়টাতে যেন রান আটকাতে পারি এবং একইসাথে চেষ্টা করি ব্যাটারকে কঠিন সময় দেয়ার জন্য। ওইখান থেকে মাঝে মাঝে এক-দুই উইকেট পাই, মাঝে মাঝে তিন উইকেট। ওই জিনিসটা আমার মাথায় কখনও থাকে না আমাকে এতগুলো উইকেট নিতে হবে।’-যোগ করেন তিনি।

সুযোগ পেলেই দলের জয়ে অবদান রাখতে চান মোসাদ্দেক, ‘যখনই সুযোগ আসে চেষ্টা করি দলের জন্য অবদান রাখার এবং দলকে জেতানোর পেছনে কিভাবে অবদান রাখতে পারি। এই লক্ষ্যটাই সবসময় থাকে।’

সাম্প্রতিক সময়ের আবাহনী দলকে নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আপনি যদি গত দুই-তিন বছর আগেও দেখেন তাহলে আমাদের দলে কারা কারা ছিল পুরো দলটা আপনি একটু দেখবেন। একই সাথে একজন খেলোয়াড় যখন একটা ভুল করে, মাঠের মধ্যে যদি কোনো ঘটনা ঘটায় তাহলে তার জরিমানা হচ্ছে এবং সিওসি পর্যন্ত হচ্ছে। আম্পায়ারও একজন মানুষ তারা একটা ভুল করতেই পারে।’

‘সেটাকে অনেক সময় আপনার পছন্দ হবে না, আবার অনেক সময় আমার পছন্দ হবে না। এটাকে যদি আপনি বলেন কেউ বাড়তি সুবিধা নিচ্ছে তাহলে সেটা আমি বলব ভুল। এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারে কিন্তু আমার কাছে কখনই এমন মনে হয় না। মাঠের ক্রিকেট সবসময় সুন্দর থাকুক আমরা সবসময় এটাই চাই।’

ট্যাগ :

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্ন ইনফরমেশন সেভ করুন

রিপোর্টারের ইনফরমেশন

জনপ্রিয় সংবাদ

যে পরিকল্পনায় সফল মোসাদ্দেক

আপডেট সময় : ০১:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টেবিলের সেরা দল আবাহনী। সবশেষ আজ রোববার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে হান্নান সরকারের শিষ্যরা। যেখানে দলের জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রতিপক্ষের ৪ উইকেট একাই তুলে নিয়েছেন এই অলারাউন্ডার।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, ‘একটা পরিকল্পনাই শুধু থাকে… বিশেষ করে আমি যখন শুরু থেকেই বোলিং করি ওই সময় থেকেই একটা পরিকল্পনা থাকতো সবসময় ডট বল করা।’

‘যে পরিস্থিতিটা থাকে ওই সময়টাতে যেন রান আটকাতে পারি এবং একইসাথে চেষ্টা করি ব্যাটারকে কঠিন সময় দেয়ার জন্য। ওইখান থেকে মাঝে মাঝে এক-দুই উইকেট পাই, মাঝে মাঝে তিন উইকেট। ওই জিনিসটা আমার মাথায় কখনও থাকে না আমাকে এতগুলো উইকেট নিতে হবে।’-যোগ করেন তিনি।

সুযোগ পেলেই দলের জয়ে অবদান রাখতে চান মোসাদ্দেক, ‘যখনই সুযোগ আসে চেষ্টা করি দলের জন্য অবদান রাখার এবং দলকে জেতানোর পেছনে কিভাবে অবদান রাখতে পারি। এই লক্ষ্যটাই সবসময় থাকে।’

সাম্প্রতিক সময়ের আবাহনী দলকে নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আপনি যদি গত দুই-তিন বছর আগেও দেখেন তাহলে আমাদের দলে কারা কারা ছিল পুরো দলটা আপনি একটু দেখবেন। একই সাথে একজন খেলোয়াড় যখন একটা ভুল করে, মাঠের মধ্যে যদি কোনো ঘটনা ঘটায় তাহলে তার জরিমানা হচ্ছে এবং সিওসি পর্যন্ত হচ্ছে। আম্পায়ারও একজন মানুষ তারা একটা ভুল করতেই পারে।’

‘সেটাকে অনেক সময় আপনার পছন্দ হবে না, আবার অনেক সময় আমার পছন্দ হবে না। এটাকে যদি আপনি বলেন কেউ বাড়তি সুবিধা নিচ্ছে তাহলে সেটা আমি বলব ভুল। এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারে কিন্তু আমার কাছে কখনই এমন মনে হয় না। মাঠের ক্রিকেট সবসময় সুন্দর থাকুক আমরা সবসময় এটাই চাই।’