১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে চিকিৎসকদের এক ঘণ্টা ‘সংহতি’ ধর্মঘট

  • রিপোর্টার :
  • আপডেট সময় : ১২:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৬৫ টািইম ভিউ

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকরা। 

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ ৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় জরুরি চিকিৎসা ছাড়া অন্য সব ধরনের সেবা, বহির্বিভাগ ও শিক্ষাকর্ম বন্ধ থাকবে।

রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজায় শিশু, নারী ও বৃদ্ধসহ অসংখ্য নিরীহ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করবে।

চিকিৎসকরা বলছেন, আমরা শপথ নিয়েছি মানুষের জীবন রক্ষা করার। গাজায় যেভাবে মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে এই প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছি।

বিশ্বজুড়ে চলা “বিশ্ব থেমে দাঁড়ায় গাজার জন্য” আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করছেন।

তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবসে যখন সবাই স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলছে, তখন গাজার মানুষ চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার অধিকার থেকেও বঞ্চিত। এই চরম সংকটে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতীকী এই কর্মবিরতির সময় জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে, যেন রোগীদের কোনো ভোগান্তি না হয়।

ট্যাগ :

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্ন ইনফরমেশন সেভ করুন

রিপোর্টারের ইনফরমেশন

জনপ্রিয় সংবাদ

গাজায় গণহত্যার প্রতিবাদে চিকিৎসকদের এক ঘণ্টা ‘সংহতি’ ধর্মঘট

আপডেট সময় : ১২:২৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকরা। 

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ ৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় জরুরি চিকিৎসা ছাড়া অন্য সব ধরনের সেবা, বহির্বিভাগ ও শিক্ষাকর্ম বন্ধ থাকবে।

রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজায় শিশু, নারী ও বৃদ্ধসহ অসংখ্য নিরীহ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকরা বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করবে।

চিকিৎসকরা বলছেন, আমরা শপথ নিয়েছি মানুষের জীবন রক্ষা করার। গাজায় যেভাবে মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে এই প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছি।

বিশ্বজুড়ে চলা “বিশ্ব থেমে দাঁড়ায় গাজার জন্য” আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করছেন।

তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবসে যখন সবাই স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলছে, তখন গাজার মানুষ চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার অধিকার থেকেও বঞ্চিত। এই চরম সংকটে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতীকী এই কর্মবিরতির সময় জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে, যেন রোগীদের কোনো ভোগান্তি না হয়।